বানিয়াচংয়ে ইউপি আওয়ামী লীগের ছয়’টি কমিটি ঘোষণা করা হয়েছে।।
বানিয়াচং প্রতিনিধিঃ বানিয়াচং উপজেলা আওয়ামী লীগ ছয়টি ইউনিয়ন আওয়ামী লীগের কমিটি’র ঘোষণা দিয়েছেন। ৩ সেপ্টেম্বর শনিবার রাত ৮ টায় বানিয়াচং উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আমীর হোসেন মাষ্টার এবং ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আংগুর মিয়া স্বাক্ষরিত মোট ছয়টি কমিটির ঘোষণা এ সময় দেওয়া হয়েছে। ৩ নম্বর দক্ষিণ পূর্ব ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি আমীর হোসেন নিয়াশা ও সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়েছে ইউপি চেয়ারম্যান আরফান উদ্দিন কে। ৫ নম্বর দৌলতপুর ইউনিয়ন সভাপতি মাদাই বৈষ্ণব ও সাধারণ সম্পাদক করা হয়েছে মঈনুল ইসলাম কে নির্বাচিত করা হয়েছে। ৬ নম্বর কাগাপাশা ইউনিয়নের সভাপতি অনিল মাষ্টার ও সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়েছে রতীন্দ্র কুমার দাস কে। ৯ নম্বর পুকড়া ইউনিয়নের সভাপতি নানু মিয়া ও সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়েছে কাজী শাহজাহান কে। ১১ নম্বর মক্রমপুর ইউনিয়নের সভাপতি আশিক মিয়া ও সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়েছে মাসুদুল কবীর কে। ১২ নম্বর সুজাতপুর ইউনিয়নের সভাপতি মোঃ আক্কল মিয়া ও সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়েছে আব্দুল কুদ্দুস শামীম কে। ইতিপূর্বে আরও সাত’টি কমিটি ঘোষণা করা হয়েছে। উপজেলার মোট ১৫ টি ইউনিয়নের মধ্যে এ পর্যন্ত ১৩ টি ইউনিয়ন আওয়ামী লীগের কমিটি ঘোষণা করা হয়েছে। ২ নম্বর উত্তর-পশ্চিম ইউনিয়ন ও ৪ নম্বর দক্ষিণ পশ্চিম ইউনিয়নের কমিটি পরবর্তীতে ঘোষণা করা হবে বলে জানানো হয়েছে। এ ব্যাপারে বানিয়াচং উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শাহজাহান মিয়ার সংগে যোগাযোগ করা হলে তিনি জানান, হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দের পরামর্শ অনুযায়ী ঘোষণার বাকি দুটি কমিটি ও দ্রুত সময়ের মধ্যে ঘোষণা করা হবে।