বানিয়াচংয়ে বাইসাইকেল র্যালী উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত।।
শাহ সুমনঃ বানিয়াচংয়ে বাইসাইকেল র্যালী উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত। বিশ্ব পর্যটন দিবস উদযাপন উপলক্ষে বানিয়াচংয়ে ভূপর্যটক রামনাথ বিশ্বাসের বসতবাড়িতে যাবে বাইসাইকেল র্যালী। এ উপলক্ষে মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন ওয়ার্ল্ড ট্রাভেলার আশরাফুজ্জামান উজ্জ্বল। সভা সঞ্চালনা করেন দৈনিক প্রতিদিনের বাংলাদেশ পত্রিকার সিনিয়র সহসম্পাদক দেবব্রত চক্রবর্তী বিষ্ণু। সভায় বক্তব্য রাখেন কবি ও লেখক সাহেদ কায়েস,সাবেক চেয়ারম্যান মোহাম্মদ আলী মমিন, অধ্যক্ষ স্বপন কুমার দাস, ,১ নম্বর উত্তরপূর্ব ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান খান। সূচনা বক্তব্য রাখেন বিডিনিউজ ২৪.কম অনলাইন পোর্টালের স্পেশাল এসাইনমেন্ট এডিটর রাজীব নুর। এ সময় উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা শেখ নমির আলী, মোতাব্বির হোসেন,মোশাররফ হোসেন, অবসরপ্রাপ্ত ব্যাংক কর্মকর্তা ফজলুর রহমান, অবসরপ্রাপ্ত শিক্ষক মোতাব্বির খান, সাংবাদিক মোশাহেদ মিয়া, জীবন আহমেদ লিটন, খলিলুর রহমান, ইমদাদুল হোসেন খান, শাহিদূর রহমান, মখলিছ মিয়া, রায়হান উদ্দিন সুমন, শিব্বির আহমেদ আরজু, আকিকুর রহমান রুমন, আতাউর রহমান, আনোয়ার হোসেন, শেখ শফিক, আবদাল হোসেন, আক্তার হোসেন আলহাদী, নূরুল ইসলাম, সুজন উল্লা, আলমগীর রেজা, শাহ সুমন, এনায়েত হোসেন, এসকে রাজ, সাব্বির চৌধুরী সোহাগ, বদরুল লস্কর, লিলু, রিতেশ কুমার বৈষ্ণব, আব্দুল মালিক, দেলোয়ার হোসেন, মিজানুর রহমান, কাউছার আহমেদ শিহাব। উদীচীর সভাপতি রিপন চন্দ্র দাস, আমীর আলী, আলমগীর হোসেন, সঞ্জয় ভট্টাচার্য, দেবাশীষ দেব প্রমুখ। সূচনা বক্তব্যে রাজীব নুর ১১ সেপ্টেম্বর ভূপর্যটক রামনাথ বিশ্বাসের বসত বাড়িতে যাওয়ার পর ওইদিন দখলদার ওয়াহেদ মিয়া ও তার লোকজন কিভাবে হামলা করেছিলো সেই হামলার বর্ণনা দেন। এছাড়াও অন্যান্য বক্তারা বিশ্বখ্যাত ভূপর্যটক রামনাথ বিশ্বাসের বসতভিটা অবৈধ দখলদারদের কবল থেকে উদ্ধার না করা পর্যন্ত সামাজিক আন্দোলন চলব এবং ২৭ সেপ্টেম্বরের দিনব্যাপী নানান কর্মসূচিকে সফল ও সার্থক করে তোলার জন্য বানিয়াচংয়ের সর্বস্তরের মানুষকে এগিয়ে আসার জন্য আহবান জানিয়েছেন বক্তারা।