বানিয়াচংয়ে থানা পুলিশের অভিযানে নগদ অর্থসহ ছয় জুয়াড়ী গ্রেফতার।
শাহ সুমনঃ হবিগঞ্জের বানিয়াচংয়ে থানা পুলিশের অভিযানে নগদ অর্থ ও সরঞ্জামসহ ছয় জুয়াড়ীকে গ্ৰেফতার করছে বানিয়াচং থানা পুলিশ। (২৭ সেপ্টেম্বর) রোজ মঙ্গলবার বানিয়াচং থানার অফিসার ইনচার্জ অজয় চন্দ্র দেব,এর দিকনির্দেশনায় বানিয়াচং থানার কর্তব্যরত এসআই রাকিব হোসেন, এসআই সন্তোষ চৌধুরী সংগীয় ফোর্সের সহায়তায় জুয়াড়ী ৪ নং দক্ষিণ -পশ্চিম ইউনিয়নের প্রথমরেখ গ্ৰামের আরাফাত উল্লার পুত্র ১। নুর আহমদ(৩০), এখই গ্ৰামের ২। ছায়েদ মিয়া(৩০), পিতা-মৃত মোঃ গেদু মিয়া, ৩। মখলিছ মিয়া(৪২), পিতা-ছত্তর উল্লা, ৪। শফিক মিয়া(৩১), পিতা-মোঃ সামছু উদ্দিন, ৫। আব্দুল মতিন(৫১), পিতা-মৃত আব্দুর নুর, ৬। মোঃ জাহাঙ্গীর মিয়া(২৮), পিতা-সমছু মিয়া, জুয়া খেলায় ব্যবহৃত নগদ ৮,৯৯২ টাকা, ও জুয়া খেলার সরঞ্জাম সহ ছয় জনকে গ্রেফতার করা হয়।
আসামীদের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু পূর্বক বিচারার্থে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে