বানিয়াচংয়ে শেখ হাসিনার জন্মদিন পালন করেছেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আবুল কাসেম চৌধুরী।।
বানিয়াচং, প্রতিনিধিঃ বানিয়াচংয়ে আশ্রয়ন প্রকল্পের মানুষের মাঝে খাদ্য ও বৃক্ষ রোপণ করে শেখ হাসিনার জন্মদিন পালন করেছেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আবুল কাসেম চৌধুরী। ২৮ সেপ্টেম্বর সকাল সাড়ে ১১টায় বানিয়াচং উপজেলার ৩ নম্বর দক্ষিণ পূর্ব ইউনিয়নের বড়সড়কের আশ্রয়ন প্রকল্পের বসবাসকারী মানুষের মাঝে খাদ্য ও বৃক্ষ রোপণ করা হয়েছে। ইউপি চেয়ারম্যান আরফান উদ্দিনের সভাপতিত্বে ও উপজেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক শাহজাহান মিয়ার সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন
উপজেলা পরিষদ চেয়ারম্যান আবুল কাসেম চৌধুরী। এ সময় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক আলমগীর হোসেন। বক্তব্য রাখেন বানিয়াচং প্রেসক্লাব সভাপতি মোশাহেদ মিয়া, উপজেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আজমল হোসেন খান, সাংগঠনিক সম্পাদক ফয়সাল আহমেদ, সাংগঠনিক সম্পাদক মারুফ আহমেদ, ইউপি সদস্য ধন মিয়া প্রমুখ। উপজেলা পরিষদ চেয়ারম্যান আবুল কাসেম চৌধুরী তার বক্তব্যে বলেন, বঙ্গবন্ধুর জন্ম হয়েছিল বলে যেমন আমরা স্বাধীনতা পেয়েছি। তেমনি বাংলাদেশের সমৃদ্ধি ও উন্নতি পেয়েছি শেখ হাসিনা জন্মে ছিলেন বলে। আমরা আপনাদের সকলের নিকট প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য দোয়া চাই।দোয়া চাই যুবলীগের সভাপতি শেখ ফজলে শামস পরশ স্যারের জন্য। আপনারা প্রধানমন্ত্রী শেখ হাসিনার লোক আপনাদের সকল সুবিধা অসুবিধা দেখার দায়িত্ব এখন আমাদের। আমি হবিগঞ্জ জেলা আওয়ামী যুবলীগের সভাপতি প্রার্থী আপনারা আমার জন্য দোয়া করবেন।