স্টাফ রিপোর্টার ঃ ভূপর্যটক রামনাথ বিশ্বাসের বসতভিটা পুনরুদ্ধার করে সেখানে ভ্রমণ বিষয়ক বিশেষায়িত লাইব্রেরি ও বাইসাইকেল যাদুঘর স্থাপনের দাবিতে র্যালী অনুষ্ঠিত হয়েছে। ২৮ সেপ্টেম্বর বিকাল ৩ টায় স্থানীয় ঐতিহ্যবাহী শশীলজ থেকে বাইসাইকেল শোভাযাত্রা শুরু করা হয়।র্যালীতে অংশগ্রহণ করেন ময়মনসিংহ সিটি সাইক্লিস্টের রাইডাররা। শোভাযাত্রাটি শশীলজ থেকে শুরু হয়ে নগর ভবন,টাউনহল, কাঁচিঝুলি, জয়নুল আবেদিন সংগ্রহ শালা হয়ে জয়নুল আবেদিন পার্কে গিয়ে শেষ হয়।
সভায় ব্যক্তব্য রাখেন ময়মনসিংহ সিটি সাইক্লিস্ট গ্রুপের ক্যাপ্টেন আশরাফুল ইসলাম, ময়মনসিংহ সিটি সাইক্লিস্ট গ্রুপের প্রতিষ্ঠাতা আলী ইউসুফ, এডভোকেট মতিউর রহমান ফয়সাল। বক্তারা এ সময় বলেন,রামনাথ বিশ্বাস একজন ভূপর্যটক।তিনি সাইকেলে বিশ্ব ভ্রমনে বের হোন ১৯৩১ সালে।সাইকেলে চড়ে তিনি পৃথিবী ভ্রমন করেন। তিনি বিশ্বভ্রমন বিষয়ক প্রায় ৪০ টি বই লিখেছেন।ভারতে উনার নামে, “রামনাথ বিশ্বাস নামে সড়ক রয়েছে।অথচ নিজ বসতভিটায় তিনি পরবাসী।আমরা সাইক্লিস্টরা উনার বসতভিটা পূনরুদ্ধার হোক সেই দাবী জানাচ্ছি। এছাড়া টীমের অন্যান্য সদস্যরা এ সময় বক্তব রাখেন।রামনাথের বসতভিটা পুনরুদ্ধার করে সেখানে ভ্রমন বিষয়ক পাঠাগার ও বাইসাইকেল মিউজিয়াম গড়ার দাবিতে সকলের এগিয়ে আসার দাবি জানানো হয়।