বানিয়াচং(হবিগঞ্জ) প্রতিনিধিঃ হবিগঞ্জের বানিয়াচং উপজেলায় মাত্রাতিরিক্ত লোডশেডিং ও বিভিন্ন অনিয়মের প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।সচেতন শিক্ষার্থীদের ব্যানারে এই বিক্ষোভ মিছিলের আয়োজন করা হয়।রবিবার বিকাল ৫ টায় স্থানীয় বড়বাজার শহীদ মিনার থেকে মিছিল টি বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে বাসস্ট্যান্ডে সমাবেশের মাধ্যমে সমাপ্ত করা হয়।সমাবেশে বক্তারা বলেন, মাত্রাতিরিক্ত লোডশেডিং ওলোডশেডিংয়ের কোন সময়সূচী না থাকায় শিক্ষার্থীদের পড়ালেখায় সমস্যা হচ্ছে।এছাড়া অসুস্থ রোগী, বয়স্ক ও শিশুদের মারাত্মক সমস্যার হচ্ছে। লোডশেডিং এর এলাকাভিত্তিক তালিকা ও সেই অনুসারে লোডশেডিংয়ের দাবি জানিয়েছেন। এছাড়াও ভুতুড়ে বিল সহ সকল অনিয়মের প্রতিবাদ জানানো হয়।মিছিল চলাকালীন সময়ে বানিয়াচং পল্লীবিদ্যুৎ জোনাল অফিসে অবস্থান করছিলেন বানিয়াচং পল্লীবিদ্যুতের ডেপুটি জেনারেল ম্যানেজার আব্দুল্লাহ আল মাসুদ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইফফাত আরা জামান ঊর্মি, অফিসার ইনচার্জ অজয় চন্দ্র দেব, সাংবাদিক মোতাব্বির হোসেন ও আকিকুর রহমান।সমাবেশে বক্তব্য রাখেন তৌহিদুর রহমান পলাশ, শরীফ উদ্দিন ঠাকুর, বদরুল লস্কর, মিজানুর রহমান, তাজউদ্দিন, জুপুল রেজা প্রমুখ।