স্টাফ রিপোর্টারঃ বানিয়াচংয়ে পূর্ব বিরোধের জেরে ভাই ও ভাইয়ের স্ত্রীর হাতে মারপিঠের শিকার হয়েছেন বিধবা গৃহবধূ রাহাতুন বেগম। অভিযুক্তরা হলেন নির্যাতিতর আপন ভাই মামুন মিয়া ও তার স্ত্রী আশাফুল বেগম এবং গ্রাম্য সর্দার মালুম উল্লা। এ ব্যাপারে বানিয়াচং থানায় অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী রাহাতুন।
অভিযোগে জানা যায়, ভাই ও ভাইয়ের স্ত্রীর বিরুদ্ধে গ্রাম্য সর্দারের কাছে বিচার চেয়ে উল্টো এখন ঘরছাড়া হয়ে অন্যের বাড়িতে রাত্রিযাপন করতে বাধ্য হচ্ছেন নির্যাতনের শিকার ওই মহিলা। বানিয়াচং উপজেলার ১ নম্বর উত্তর পূর্ব ইউনিয়নের ভাদাউড়ি গ্রামের মৃত শফিক মিয়ার বিধবা মেয়ে বিয়ের পর থেকে বাবার বাড়িতেই স্বামী-সন্তান নিয়ে বসবাস করছেন। রাহাতুনের স্বামী কদ্দুছ ও পিতা শফিক মিয়ার মৃত্যুর পর থেকে তার ভাই মামুন ও তার স্ত্রী আশাফুল ওই বাড়ি থেকে তাড়িয়ে দিতে বিভিন্ন সময়ে নির্যাতন করে আসছেন। এরই ধারাবাহিকতায় গত ২৯ সেপ্টেম্বর তুচ্চ বিষয় নিয়ে ঝগড়ার এক পর্যায়ে রাহাতুন কে ভাই মামুন ও তার স্ত্রী মারপিট করে। এ ব্যাপারে ভাদাউড়ি গ্রামের সর্দার মালুম উল্লার কাছে বিচার চাওয়ায় উল্টো ওই মহিলার বসত ঘরে তালা ঝুলিয়ে দেওয়ার নির্দেশ দেন সর্দার মালুম। এ ব্যাপারে নির্যাতিত রাহাতুন বেগম জানান, আমার ভাই ও ভাইয়ের বউ আমাকে প্রায় সময়ই নির্যাতন করে। সর্দারের কাছে বিচার চাইলে বিচার পাইনা। এই ঘটনায় বিচার চাওয়ায় সর্দার মালুম উল্লা উলটা আমার ঘরে তালা দেওয়ার আদেশ করছে। আমি এর বিচার চাই।