নিজস্ব প্রতিবেদক ঃ হবিগঞ্জের বানিয়াচং উপজেলার বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেন সিলেট রেঞ্জ এর অতিরিক্ত ডিআইজি এম এ জলিল। (৩ অক্টোবর) সোমবার সন্ধ্যায় বানিয়াচং থানার অফিসার ইনচার্জ অজয় চন্দ্র দেব এর সহযোগিতায় শারদীয় দুর্গোৎসবের অষ্টমীতে বানিয়াচং উপজেলার রাজকৃষ্ণ মিশন দুর্গাপূজা মন্ডপ ও শিববাড়ী সার্বজনীন দুর্গাপূজা মন্ডপ পরিদর্শন করেন সিলেট রেঞ্জ এর অতিরিক্ত ডিআইজি (ক্রাইম ম্যানেজমেন্ট এন্ড অপারেশনস) এম এ জলিল ও হবিগঞ্জ জেলার পুলিশ সুপার এস এম মুরাদ আলি। বানিয়াচং বিবেকানন্দ শিক্ষা ও সংস্কৃতি পরিষদের আয়োজনে সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্যে বলেন সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে আনন্দমূখর পরিবেশে পূজা উদযাপন করা ও কোন ধরনের গুজবে কান না দিয়ে সকলকে সচেতন হওয়ার আহবান জানান। এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার শৈলেন চাকমা, অতিরিক্ত পুলিশ সুপার মাহফুজা আক্তার শিমুল, (সদর সার্কেল), হবিগঞ্জ ও সদর, লাখাই, বানিয়াচং উপজেলার দুর্নীতি প্রতিরোধ কমিটি সভাপতি বিপুল ভূষণ রায়, ৪ নম্বর দক্ষিণ-পশ্চিম ইউনিয়নের চেয়ারম্যান আনোয়ার হোসেন, উপস্থিত ছিলেন পূজা উদযাপন পরিষদের সম্মানিত সদস্যবৃন্দ।