শাহ সুমনঃ বানিয়াচং থানা পুলিশের অভিযানে ইজিবাইক চোর ও চোরাই সিন্ডিকেটের ৪ সদস্য এবং বিভিন্ন মামলায় দন্ডপ্রাপ্ত ৩ আসামি সহ ৭ জনকে গ্রেফতার করা হয়েছে। ৫ অক্টোবর ও ৬ অক্টোবর তারিখে ভিন্ন ভিন্ন সময়ে অভিযান পরিচালনা করে ৭ আসামি কে গ্রেফতার করা হয়। বানিয়াচং থানার অফিসার ইনচার্জ অজয় চন্দ্র দেব এর নির্দেশে এসআই ওমর ফারুক, এসআই হুমায়ূন, এএসআই তোহা, এএসআই সাদ্দাম, এএসআই দেলোয়ার (নিরস্ত্র) ও তাদের সংগীয় ফোর্স সহ ভিন্ন ভিন্ন সময়ে ও পৃথক পৃথক অভিযান পরিচালনা করে আসামিদের গ্রেফতার করা হয়। গত ৩০ সেপ্টেম্বর তারিখে রাত্রে টমটম চালক মোঃ নুর উদ্দিন খান ইকবালের বসত ঘরের সংলগ্ন কালিকাপাড়া টু ৫/৬নং বাজার যাওয়ার পাকা রাস্তার উপর চার্জে লাগানো অবস্থায় অজ্ঞাতনামা চোর/চোরেরা বাদীর ব্যবহৃত ইজিবাইক (মিশুক) গাড়ীটি চুরি করিয়া নিয়া যায়। উক্ত বিষয়ে লিখিত অভিযোগের প্রেক্ষিতে নিয়মিত মামলা দায়ের করা হয়। উল্লেখিত মামলায় এসআই ওমর ফারুক সংগীয় ফোর্সের সহায়তায় ফিরোজ রশিদ শামীম (২৫) পিতা-মোঃ আব্দুল মোতালিব মিয়া, গ্রাম পুরান তোপখানা, মোঃ সাজন মিয়া (২৬) পিতা-আরব আলী প্রকাশ সোনাই মিয়া, গ্রাম নন্দীপাড়া (বইল্লাহাটি), উভয় ১নং বানিয়াচং উত্তর-পূর্ব ইউ/পি, থানা-বানিয়াচং উভয় আসামি কে , ৫ অক্টোবর তারিখে বিকাল অনুমান ৪টার সময় গ্রেফতার করা হয়। আসামীদ্বয়ের জিজ্ঞাসাবাদে তাহারা গাড়িটি চুরি করেন মর্মে স্বীকার করেন।উক্ত ঘটনায় জড়িত তাহাদের দেওয়া তথ্যমতে অপরাপর সহযোগী আসামী মোঃ নিজাম উদ্দিন (৪৫) পিতা-মৃত রিয়াজ উদ্দিন (মাস্টার), সাং-সিংহগ্রাম, করাব ইউ/পি, থানা-লাখাই, নান্টু মিয়া (২৮), পিতা-সিরাজ মিয়া, সাং-পুরান পাথারিয়া, ১১নং মক্রমপুর ইউনিয়ন, থানা-বানিয়াচং, তারিখ রাতে লাখাই থানাধীন সিংহ গ্রাম এলাকা হইতে গ্রেফতার করা করা হয়। আসামীদের দেওয়া তথ্যমতে ইং-০৬ অক্টোবর তারিখে হবিগঞ্জ সদর থানা এলাকায় অভিযান পরিচালনা করিয়া কামড়াপুর ব্রিজের উপর বাদীর চুরি যাওয়া ইজিবাইক (মিশুক) গাড়িটি উদ্ধার করা হয়। এছাড়াও ৬ অক্টোবর তারিখে রাতে অভিযান পরিচালনা করিয়া এসআই হুমায়ুন এএসআই মোঃ তোহা এএসআই মোঃ সাদ্দাম এএসআই (নিঃ) দেলোয়ার হোসেন সংগীয় ফোর্সের সহায়তায় ০১ মাস বিনাশ্রম কারাদন্ড এবং ৭,২০,০০০/-টাকা অর্থদন্ডে দন্ডিত পরোয়ানাভুক্ত পলাতক আসামী প্রভাষ কান্তি দাস, পিতা-পৃথীশ কান্তি দাস, সাং-কাদিরগঞ্জ ও ধর্তব্য অপরাধ রোধকল্পে আসামি মোঃ আঃ কাদির(৪৫), পিতা-আখলাছ মিয়া, সাং-জাতুকর্ণপাড়া, থানা- বানিয়াচং, জেলা- হবিগঞ্জ এবং নিয়মিত মামলার আসামী রুফ মিয়া(৫০), পিতা-মৃত নশা মিয়া, সাং-ইসলামপুর, থানা-বানিয়াচং, জেলা-হবিগঞ্জদেরকে গ্রেফতার করেন। আসামীদেরকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।