বানিয়াচং প্রতিনিধিঃ-হবিগঞ্জের বানিয়াচংয়ে পূর্ব বিরোধের জেরে ভাই ভাই নার্সারীতে বিভিন্ন প্রজাতীর ১২শ গাছ কর্তন করেছে প্রতিপক্ষের লোকজন। দুই লক্ষ টাকার ক্ষতি। মঙ্গলবার (১৮ অক্টোবর) দুপুর ১টায় উপজেলার ৪ নং ইউনিয়নের লামাপাড়া গ্রামে এঘটনা ঘটে। স্থানীয়রা জানান, নার্সারী ইজারার বিষয় নিয়ে দীর্ঘদিন যাবত বিরোধ চলছে একই এলাকার ছিদ্দিকুর রহমান খান এবং সাইফুল ইসলাম খানের মধ্যে। এরই সূত্র ধরে গতকাল ছিদ্দিকুর রহমানের পুত্র মিজানুর রহমান খান রাজিব জোরপূর্বক গাছ কর্তন করে নার্সারীর ক্ষতি সাধন করেন। প্রত্যক্ষদর্শী মহিউদ্দিন খান জানান, দুপুরে নামাজে যাওয়ার সময় খবর পাই মিজানুর গাছ কর্তন করতেছে,খবর পেয়ে তাৎক্ষনিক নার্সারীতে গিয়ে এর সত্যতা পাই।পরে এলাকাবাসীকে সাথে নিয়ে গাছ কাটা বন্ধ করা হয়। নার্সারী মালিক সাইফুল ইসলাম খান জানান, আমি নার্সারী ব্যবসা করে সংসার চালাই। সম্প্রতি নার্সারীর ইজারাকে কেন্দ্র করে ইজারাদাতা ছিদ্দিকুর রহমান খানের সাথে আমার বিরোধের সৃষ্টি হয়। বিষয়টি মিমাংসার স্বার্থে এলাকার জনপ্রতিনিধিরা মিলে গত সোমবার শালিশের আয়োজন করেন। কিন্ত সেই শালিশে ছিদ্দিকুর রহমান না এসে পরদিন মঙ্গলবার জোরপূর্বক তার ছেলে মিজানুর রহমান খান রাজিব আমার প্রায় ১২শ বিভিন্ন প্রজাতীর গাছ কেটে দুই লক্ষ টাকা ক্ষতি সাধন করে।এবিষয়ে মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন বলেও সাংবাদিকদের জানান সাইফুল। গাছ কর্তনের বিষয়ে মিজানুর রহমান খান রাজিব জানান, চার বছর আগে জায়গাটি তাকে ভাড়া দেয়া হয়েছিলো, কিন্ত মেয়াদ পার হয়েছে আজ ছয়মাস। গাছ কাটার বিষয়টি অস্বীকার করেন তিনি।