বানিয়াচং প্রতিনিধিঃ বানিয়াচংয়ে নিজ বসত ঘর থেকে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ। নিহত যুবক উপজেলার পুর্ব তোপখানা (কারিকর হাটি) গ্রামের হারুন রশিদ মিয়ার পুত্র মিনহাজ উদ্দিন মুবিন(২৫)। শুক্রবার (২১ অক্টোবর) সন্ধ্যা ৬ টায় মুবিনের শয়নকক্ষে তার ঝুলন্ত লাশ দেখে পরিবারের লোকজনের চিতকারে এলাকাবাসী জানতে পেরে থানা পুলিশ কে খবর দেন।এলাকাবাসী সূত্রে জানা যায়, নিহত যুবক পরিবারের অবাধ্য ছিল। যে কারণে তার চলাফেরায় নিয়ন্ত্রণ ছিলনা। এছাড়া লাশ উদ্ধারকারী এস আই ওমর ফারুক জানান, লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করার সময় নিহতের পিতা তার পুত্রের এহেন পরিনতির জন্য জনৈক যুবক কে দোষারোপ করে মৌখিক অভিযোগ করেছেন। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বানিয়াচং থানায় এনে রাখা হয়েছে। এ ব্যাপারে বানিয়াচং থানার অফিসার ইনচার্জ অজয় চন্দ্র দেব জানান, বানিয়াচং থানায় এখন পর্যন্ত কেউ কোনরূপ অভিযোগ দায়ের করেন নাই। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বানিয়াচং থানায় এনে রাখা হয়েছে।