বানিয়াচং প্রতিনিধিঃ বানিয়াচংয়ে মহিলা বিষয়ক অধিদপ্তরের পরিচালিত কিশোর-কিশোরী ক্লাব স্থাপন প্রকল্পের শিক্ষকদের জীবন-দক্ষতা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। সূচনা এনজিও’র সহযোগিতায় প্রশিক্ষণ কর্মশালা টি অনুষ্ঠিত হয়েছে। ২৪ অক্টোবর সোমবার সকাল ১১ টায় বানিয়াচং উপজেলা পরিষদ মিলনায়তনে দুই দিন ব্যাপী প্রশিক্ষণ কর্মশালার উদ্ধোধন করেন বানিয়াচং উপজেলা নির্বাহী অফিসার পদ্মাসন সিংহ। উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা কুহেলী সরকারের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন কামরুন্নাহার -টেকনিক্যাল ম্যানেজার, অ্যাডলোসেন্ট, সূচনা প্রোগ্রাম, সেভ দি চিলড্রেন, সিলেট অফিস, সুব্রত রায়, ম্যানেজার অ্যাডভোকেসি, সূচনা প্রোগ্রাম, সিএনআরএস, হবিগঞ্জ, বিকাশ চন্দ্র সাহা, টেকনিক্যাল অফিসার, সূচনা প্রোগ্রাম, সিএনআরএস, হবিগঞ্জ, রমা নাথ রায়, জেসিডিও ও ফ্যাসিলিটেটর, সূচনা প্রোগ্রাম, শ্রীমঙ্গল, মৌলভীবাজার।