শাহ সুমন ঃ হবিগঞ্জের বানিয়াচংয়ে গাজা গাছ সহ গাজা চাষী কে গ্রেফতার করা হয়েছে। ২৪ অক্টোবর সোমবার বিকাল সাড়ে ৪টায় বানিয়াচং উপজেলার দক্ষিণ সাংগর গ্রাম থেকে থানা পুলিশে অভিযান চালিয়ে মোঃ জাকারিয়া তালুকদার (৫২) কে গ্রেফতার করে। এ সময় ৪টি গাজার গাছ উদ্ধার করা হয়। এলাকাবাসী ও থানা পুলিশ সূত্রে জানা যায়, বানিয়াচং উপজেলার ১১ নম্বর মক্রমপুর ইউনিয়নের দক্ষিণ সাংগর গ্রামের নায়েব আলীর পুত্র মোঃ জাকারিয়া তালুকদার দীর্ঘদিন যাবত নিজ বসত বাড়িতে গাজার চাষ করছিলেন বলে অভিযোগ রয়েছে। গোপন সূত্রে খবর পেয়ে বানিয়াচং থানার অফিসার ইনচার্জ অজয় চন্দ্র দেব এর নির্দেশে সুজাতপুর পুলিশ ফাড়ির এস আই একেএম ফজলুল হক অভিযান চালিয়ে ৪ টি গাজার গাছ সহ অভিযুক্ত গাজা চাষী কে গ্রেফতার করেন। বানিয়াচং থানার অফিসার ইনচার্জ অজয় চন্দ্র দেব ঘটনার সত্যতা স্বীকার করে জানান, অভিযুক্ত ওই ব্যাক্তি গোপনে গাজার চাষ করছিল বলে আমাদের কাছে খবর আসে। তাকে গাজা গাছ সহ গ্রেফতার করা হয়েছে। কোর্টে প্রেরণ করা হয়েছে। অত্র থানা এলাকায় মাদক, জুয়া, দাঙ্গা প্রতিরোধে থানা পুলিশের অভিযান অব্যাহত আছে।