বানিয়াচং, প্রতিনিধিঃ বানিয়াচংয়ে পল্লী জীবিকায়ন প্রকল্পের(পজীপ) তৃতীয় পর্যায়ের ঋণ ও প্রশিক্ষণ সনদ বিতরণ করা হয়েছে। ৭ টি পল্লী উন্নয়ন দলের প্রশিক্ষণপ্রাপ্ত ৯২ জন সদস্য কে জনপ্রতি ৩০ হাজার করে ঋণ প্রদান করা হয়েছে। ৩ নভেম্বর বৃহস্পতিবার বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড(বি আর ডি বি) মিলনায়তনে ঋণ বিতরণ অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার পদ্মাসন সিংহ’র সভাপতিত্বে ও পজীপ কর্মকর্তা মুহাম্মদ মুহাসিন মাঝি’র পরিচালনায় ঋণ বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পল্লী উন্নয়ন অফিসার মোঃ মিজানুর রহমান। গরু মোটাতাজাকরণ, হাস-মুরগী পালন, শাকসবজি চাষের প্রশিক্ষণপ্রাপ্তদের এই ঋণের জন্য বাছাই করা হয়। সাপ্তাহিক কিস্তিতে পরিশোধের নিমিত্তে এই ঋণ প্রদান করা হয়েছে। হবিগঞ্জ পল্লী উন্নয়ন বোর্ড উপপরিচালক মোহাম্মদ হুমায়ুন কবীরের অনুমোদনপ্রাপ্ত হয়ে এই ঋণ প্রদান করা হয়। অপেক্ষাকৃত পিছিয়ে পড়া মানুষ কে সামাজিক ক্ষমতায়ন ও অর্থায়ন করার লক্ষ্যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের এক গ্রাম এক পল্লী গঠনের লক্ষ্য এই প্রকল্পের মূল উদ্দেশ্য বলে সভায় জানানো হয়