শাহ সুমন ঃ হবিগঞ্জ জেলা পুলিশের মাসিক মানদন্ড ও মাস্টার প্যারেড ও কল্যান সভায় পুরষ্কারের অভিন্ন মানদন্ডের আলোকে হবিগঞ্জ জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হয়েছেন বানিয়াচং থানার অফিসার ইনচার্জ অজয় চন্দ্র দেব।(৬ নভেম্বর) রোজ রবিবার সকাল ১০টায় হবিগঞ্জ জেলা পুলিশ লাইন্সের ড্রিল শেডে জেলা পুলিশের মাসিক কল্যান সভায় শ্রেষ্ঠ অফিসার হিসেবে মনোনিত ও সম্মাননা ক্রেস্ট পুরস্কার তুলে দেন হবিগঞ্জের পুলিশ সুপার এসএম মুরাদ আলি। এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) শৈলেন চাকমা, অতিরিক্ত পুলিশ সুপার (হবিগঞ্জ সদর সার্কেল) মাহফুজা আক্তার শিমুল, অতিরিক্ত পুলিশ সুপার (সদর) মাহমুদুল হাসান, ও সহকারী পুলিশ সুপার (বাহুবল সার্কেল) আবুল খয়েরসহ জেলার বিভিন্ন থানার কর্মকর্তাবৃন্দ। বানিয়াচং থানার অফিসার ইনচার্জ অজয় চন্দ্র দেব থানা পুলিশের আইডির মাধ্যমে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ বিষয় টি নিশ্চিত করেন! তিনি বলেন সকলের প্রচেষ্টায় আমার এই অর্জন। পেশাগত দায়িত্ব পালনকালে আমি পুলিশ সুপার মহোদয়,সার্কেল এসপি মহোদয়ের দিক নির্দেশনায় কাজ করে যাচ্ছি। পুলিশের পেশায় এসেছি মানুষের সেবা করার জন্য। আমার সর্বোচ্চ সেবা দিয়ে মানুষের পাশে থাকার চেষ্টা করে যাচ্ছি!