শাহ সুমন ঃ বানিয়াচংয়ে ডিজিটাল উদ্ভাবনী মেলার প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।”সবার জন্য উদ্ভাবন” এই শ্লোগান কে প্রতিপাদ্য করে ডিজিটাল উদ্ভাবনী মেলা ২০২২ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে (৭ নভেম্বর) সোমবার সকাল সাড়ে ১১ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত প্রস্তুতি সভায় মেলার বিষয়ে অবহিত করেন উপজেলা নির্বাহী অফিসার পদ্মাসন সিংহ। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার পদ্মাসন সিংহ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আবুল কাসেম চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) ইফফাত আরা ঊর্মি, মহিলা ভাইস চেয়ারম্যান হাসিনা আক্তার। সভায় উপস্থিত ছিলেন বানিয়াচং প্রেসক্লাব সভাপতি মোশাহেদ মিয়া, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোহাম্মদ ইকবাল হোসেন, ইউপি চেয়ারম্যান শেখ মিজান, শিক্ষক মোফাজ্জল হোসেন ফয়সাল, জাকির হোসেন মহসিন, জবা পাল,উপজেলা তথ্য আপা নুপুর দে, পল্লীসঞ্চয় ব্যাংক কর্মকর্তা সুদীপ কুমার দে, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা কাওসার শোকরানা, উদ্যোক্তা কাওসার হোসেন, মীর্যা ইমদাদুল হোসেন, ফারুক হোসেন, সাংবাদিক শেখ নূরুল ইসলাম, প্রমুখ। প্রেস ব্রিফিংয়ে জানানো হয় আগামী ৯ নভেম্বর ডিজিটাল উদ্ভাবনী মেলা অনুষ্ঠিত হবে। ১ দিনের জন্য অনুষ্ঠিত মেলাতে ৪ টি প্যাভিলিয়ান থাকবে। প্যাভিলিয়ন গুলোতে শিক্ষা, স্বাস্থ্য,কৃষি, যোগাযোগ ইত্যাদি ভাগে ভাগ করে বিভিন্ন উদ্ভাবনী প্রদর্শন করা হবে।