শাহ সুমন ঃ হবিগঞ্জ বানিয়াচংয়ে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, বানিয়াচং হবিগঞ্জ আয়োজনে, 2022- 23 অর্থ বছরে উন্নয়ন সহায়তায় (ভর্তুকি) কার্যক্রমের আওতায় “সমন্বিত ব্যবস্থাপনার মাধ্যমে কৃষি যান্ত্রিকীকরণ প্রকল্পের” আওতায় ৭০% ভর্তুকি মূল্যে কৃষি যন্ত্রপাতি বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন।(১৫ নভেম্বর) রোজ মঙ্গলবার সকাল এগারো টায় উপজেলা পরিষদের মিলায়তনে সভাপতিত্ব করেন উপজেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা পদ্মাসন সিংহ ও মূল প্রবন্ধ উপস্থাপন করেন উপজেলা পরিষদের কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ এনামুল হক। সভার প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হবিগঞ্জ-২ মাননীয় সংসদ সদস্য আলহাজ্ব এডভোকেট মোঃ আব্দুল মজিদ খান, এমপির বক্তব্যে বলেন, সরকার কৃষকদের সুবিধার জন্য বিনামূল্যে সার, বীজ, সরিষা বীজ, সূর্যমুখী, ধানের বীজ, যন্ত্রপাতি আরও নানা ধরনের সামগ্রী প্রধান করে থাকে।জমি খালি না রেখে চাষা বাদ করার আহবান জানান, আব্দুল মজিদ খান এমপি।