বানিয়াচং, প্রতিনিধিঃ বানিয়াচংয়ে বিএনপির গোপন বৈঠকে থানা পুলিশের বাধা দেওয়ার ঘটনায় ককটেল নিক্ষেপ। অফিসার ইনচার্জ সহ পুলিশের ৫ সদস্য আহত। থানা পুলিশ সূত্রে জানা যায়, মংগলবার রাত সাড়ে ১১ টায় স্থানীয় এল আর সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা গোপন বৈঠকে মিলিত হন। খবর পেয়ে বানিয়াচং থানার অফিসার ইনচার্জ অজয় চন্দ্র দেব সহ থানা উম অভিযান পরিচালনা করে। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে বিএনপির নেতাকর্মীরা উত্তেজিত হয়ে উঠেন। বিএনপির নেতাকর্মীদের রাতের আধারে অবৈধ অস্ত্রপাতি নিয়ে সভা করার জন্য থানা পুলিশ বাধা প্রদান করেন। পুলিশের বাধা পেয়ে বিএনপির প্রায় ২ শতাধিক দলীয় নেতাকর্মী ককটেল, হাতবোমা নিক্ষেপ করে। রামদা ও লাটিসোটা নিয়ে পুলিশের উপর হামলা চালায়। পুলিশ আত্মরক্ষার্থে এ সময় ৫ রাউন্ড রাবার বুলেট নিক্ষেপ করে।
ওসি অজয় চন্দ্র দেব সহ পুলিশের ৫ সদস্য বানিয়াচং স্বাস্থ্য কমপ্লেক্স এ প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। তবে তারা চিকিৎসকদের নিবিড় তত্ত্বাবধানে রয়েছেন।