বানিয়াচং প্রতিনিধি : বর্ণাঢ্য আয়োজনের মধ্যে দিয়ে বানিয়াচংয়ের ঐতিহ্যবাহী শিক্ষা-প্রতিষ্ঠান “দারুন নাশাত” এর শিক্ষা প্রদর্শনী ও অভিভাবক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
সকাল ৯টায় দারুন নাশাতের শিক্ষার্থীদের অংশগ্রহনে প্রতিষ্ঠানের মিলনায়তনে বার্ষিক শিক্ষা-প্রদর্শন ও অভিভাবক সম্মেলন অনুষ্ঠিত হয়। মাওলানা ইয়াহিয়ার সঞ্চালনায় ‘দারুন নাশাত‘র পরিচালক মাওলানা আব্দুল হালিম নোমানী আল-আজহারীর সভাপতিত্বে আয়োজিত শিক্ষা-প্রদর্শনী ও অভিভাবক সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মাওলানা আবুল বাছিত আজাদ (বড় হুজুর)। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, নতুন প্রজন্মকে পবিত্র ইসলামের মৌলিক শিক্ষা দিতে হবে। আর সেই শিক্ষাটাই দিচ্ছে বানিয়াচংয়ের ‘দারুন নাশাত‘। এখান থেকে পবিত্র কোরআন-হাদীস সহ জেনারেল শিক্ষায় পাঠদান দেওয়া হচ্ছে শিক্ষার্থীদের। সেটা সময়ের উপযোগী একটি সিদ্ধান্ত। বিশেষ করে কোরআন শরীফ যদি অর্থসহ পড়া যায় তাহলে সেটার গুরুত্ব আরও অপরিসীম। এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, মাওলানা মামুন আহমদ, মাওলানা মিজানুর রহমান, সাংবাদিক আক্তার হোসেন আলহাদী, হৃদয় খান, মাদ্রাসা শিক্ষক মাহফুজুল হক নাসিম, মাওলানা সাজ্জাদ আহমদ, আসাদুল ইসলাম, প্রমুখ। অভিভাবকদের পক্ষ থেকে বক্তব্য রাখেন, আরশাদ ফজলে খোদা, হাবিবুর রহমান খান প্রমুখ। দারুন নাশাত‘র প্রতিষ্ঠানের বিভিন্ন শ্রেণীর শিক্ষার্থীরা আরবি- ইংরেজি বক্তব্য, গজল, কবিতা, ছড়া ইত্যাদি শিক্ষা প্রদর্শন করে।
উল্লেখ্য যে ২০১৮ সালে প্রতিষ্ঠিত হয়ে মাত্র ৫বছরে অনেক কৃতি শিক্ষার্থী উপহার দিয়েছে, আরবী, বাংলা ও ইংরেজিতে পাঠদান এবং আন্তর্জাতিক হাফেজ এবং ক্বারীদের সংবর্ধনা প্রদান এর মধ্যে দিয়ে বানিয়াচং তথা হবিগঞ্জের অন্যতম এক বিদ্যাপীটে উন্নীত হয়েছে “দারুন নাশাত“ যা সকল শ্রেণিপেশার মানুষের মধ্যে এ প্রতিষ্ঠান দিয়ে ব্যাপক আস্থা এবং আগ্রহ সৃষ্টি হয়েছে। শিক্ষা-প্রদর্শনী ও অভিভাবক সম্মেলন অনুষ্ঠানের প্রধান অতিথি মাওলানা আব্দুল বাছিত আজাদ‘র মোনাজাতের মাধ্যমে সমাপ্তি ঘোষণা করা হয়।