শাহ সুমনঃ হবিগঞ্জের বানিয়াচংয়ে এসেড হবিগঞ্জ ও গনসাক্ষরতা অভিযান এর আয়োজনে সহায়তায় মালালা ফান্ড ও উপজেলা প্রশাসনের সহযোগিতায় উপজেলা মিলনায়তনে (১৭ডিসেম্বর) শনিবার সকাল ১১টায় বাল্যবিবাহ,শিশুশ্রম, প্রতিবন্ধিতা ও এসআরএইচআর মতবিনিময় সভা অনুষ্ঠিত।সভায় সভাপতিত্ব করেন মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা কাওছার শোকরানা ও সিপ অফ প্রোগ্রাম জামিল মোস্তাকের সঞ্চালনায় বক্তব্য রাখেন সহকারী শিক্ষক বায়েজিদ, লোকনাথ বমণ বিহারী সরকারী প্রাথমিক বিদ্যালয়, আবদাল হোসেন, আলিয়া মাদ্রাসা, ভানু চন্দ্র চন্দ, প্রধান শিক্ষক, মেধাবিকাশ উচ্চ বিদ্যালয়, মুবাশ্বির আহমেদ বি,এস,ডি,মহিলা মাদ্রাসা, মোঃহাবিবুর রহমান, সহকারী উপজেলা শিক্ষা অফিস,পারভীন খানম, প্রধান শিক্ষক আর্দশ উচ্চ বিদ্যালয়, মোঃমুহাসিন মালিক প্রকল্প কর্মকর্তা, সাংবাদিক শিব্বির আহমেদ আরজু, এ সময় উপস্থিত ছিলেন হাসান আল মামুন, সহকারী উপজেলা শিক্ষা অফিস, মোঃআবু ছালেক, প্রধান শিক্ষক, আমবাগান সরকারী প্রাথমিক বিদ্যালয়ে,রহমান খানম, সহকারী শিক্ষক, বি,এস,ডি,মহিলা আলিম মাদ্রাসা, আব্দুল্লাহ মিয়া, প্রধান শিক্ষক, সাংবাদিক আলমগীর রেজা, শাহ সুমন,দিলোয়ার হোসেন, শাহজাহান মিয়া, প্রমুখ। উল্লেখ্য উক্ত মতবিনিময় সভায় বাল্যবিবাহ, ছেলে মেয়েদের প্রজনন ও শিশু শ্রম বিষয়ের উপর গুরুত্বারোপ করেন বক্তরা।।