বানিয়াচংয়ে এল.আর সরকারি উচ্চ বিদ্যালয় প্রাক্তন ছাত্র কল্যান পরিষদের ৪র্থ প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন।
হবিগঞ্জের জনপদ ডেস্ক :
/ ৫০
বার পঠিত
আপডেট :
শনিবার, ৩১ ডিসেম্বর, ২০২২, ৯:৩৮ অপরাহ্ণ
হবিগঞ্জের জনপদ ডেক্সঃ বানিয়াচংয়ে এল.আর সরকারি উচ্চ বিদ্যালয় প্রাক্তন ছাত্র কল্যান পরিষদের ৪র্থ প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়েছে। শনিবার (৩১ ডিসেম্বর) সকাল ১০.ঘটিকায় স্কুল মাঠ প্রাঙ্গণে কমিটির সভাপতি নুরুল ইসলাম ইয়ার খাঁন”র সভাপতিত্বে এবং ব্যারিষ্টার এনামুল হক ও নজরুল ইসলাম খানের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,স্থানীয় সংসদ সদস্য এ্যাডভোকেট আব্দুল মজিদ খান।সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক তপন কুমার বিশ্বাস, জনাব আব্দুল মন্নান, অবসরপ্রাপ্ত উপ-সচিব ড.শেখ ফজলে এলাহী বাচ্চু,শিশু রোগ বিশেষজ্ঞ ডাঃ জমির আলী,এড.সুদীপ কান্তি বিশ্বাস। অন্যানের মাঝে উপস্থিত ছিলেন, অবসরপ্রাপ্ত শিক্ষক বিপুল ভূষণ রায়,কবির হোসেন, শ্যামাপদ বিশ্বাস, ইউপি চেয়ারম্যান আনোয়ার হোসেন, প্রতিষ্ঠা বার্ষিকী প্রস্তুতি কমিটির আহবায়ক মোঃ আরজু মিয়া,ছাত্র কল্যান পরিষদের সাধারণ সম্পাদক মোঃ আব্দুল মালেক এজাজসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দসহ বিভিন্ন ব্যাচের প্রাক্তন ছাত্ররা উপস্থিত ছিলেন।প্রধান অতিথির বক্তৃতায় এমপি মজিদ খান বলেন, শিক্ষার মানোন্নয়নে বর্তমান সরকার সফল।শুধু মানোন্নয়ন নয় শিক্ষার যাবতীয় অবকাঠামো এবং উপকরণসহ শিক্ষার আমুল পরিবর্তন করেছে বর্তমান আওয়ামী সরকার।প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠানে স্কুল সম্পৃক্ত বিভিন্ন আলোচনা স্মৃতিচারণসহ প্রদর্শন করা হয়।