বানিয়াচং প্রতিনিধিঃ-বানিয়াচংয়ে বড় বাজার আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা পেল নতুন বই। রবিবার (১জানুয়ারী) সকাল ১১.টায় ম্যানেজিং কমিটির সভাপতি জসিম উদ্দিনের সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক তাজ উদ্দিনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে কোমলমতি শিক্ষার্থীদের হাতে বই তুলে দেন ১নং ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ইমান উদ্দিন।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোশাহেদ মিয়া।সর্বমোট ৫৫০ জন শিক্ষার্থী পাবে নতুন বই।নতুন বছরের পহেলা দিনে ৩য় এবং ৫ম শ্রেণির শিক্ষার্থীদের নতুন বই দেয়া হয়েছে।বই বিতরণকালে অন্যানের মাঝে উপস্থিত ছিলেন, আওয়ামীলীগ নেতা ও পঞ্চায়েত ব্যাক্তিত্ব আয়ূব আলী, ম্যানেজিং কমিটির সহসভাপতি শেখ নুরুল ইসলাম, শিক্ষিকা সৈয়দা তাসলিমা আক্তার রিপাসহ অত্র বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকাসহ অবিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।