শাহ সুমন বানিয়াচং প্রতিনিধিঃ বানিয়াচং থানা পুলিশের অভিযানে নগদ অর্থ ও জুয়া খেলার সরঞ্জামসহ ৪ জুয়াড়ীকে গ্রেফতার করেছে থানা পুলিশ।
গত-(২ জানুয়ারী) রাতে বানিয়াচং থানার অফিসার ইনচার্জ অজয় চন্দ্র দেব, এ’র দিকনির্দেশনায় থানার কর্তব্যরত এএসআই রিমন ঘোষ সংগীয় ফোর্সের সহায়তায় বানিয়াচং থানাধীন ৮নং খাগাউড়া ইউ/পির অন্তর্গত গুনই চামাড় দিঘীর পাড়ের দক্ষিণে খোলা জায়গায় অভিযান পরিচালনা করিয়া গুনই গ্রামের বছির বাঙ্গালীর পুত্র ১। মোঃ জসিম বাঙ্গালী একই গ্রামের মুজিবুর রহমানের পুত্র ২। শাহজাহান চৌধুরী (৫২), মৃত খোকা সূত্রধরের পুত্র ৩। সুশান্ত সূত্রধর (৩০), দক্ষিণ (কুমার বাড়ী), ৪। সফর উদ্দিন (৪০), পিতা-রাজা মিয়া, গুনই দক্ষিণ (গাংপাড়), জুয়া খেলারত অবস্থায় জুয়াড়ীদের কাছেনগদ অর্থ ২,৩০০/-(দুই হাজার তিনশত) টাকা ও জুয়া খেলার তাসসহ গ্রেফতার করা হয়
আসামীদের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু পূর্বক বিচারার্থে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। বানিয়াচং থানার অফিসার ইনচার্জ অজয় চন্দ্র দেব, বলেন থানা এলাকায় মাদকদ্রব্য উদ্ধার, জুয়া, চুরি, ডাকাতি নির্মূলে থানা পুলিশের অভিযান অব্যাহত থাকবে।