শাহ সুমনঃ হবিগঞ্জের পুলিশ লাইন্সের ড্রিল শেডে মাসিক কল্যান সভা অনুষ্ঠিত হয়।[১৫ জানুয়ারী ]রোজ রবিবার সকাল ৯ঃ০০ঘটিকার সময় হবিগঞ্জ জেলা পুলিশের আয়োজনে।পুলিশ সুপার এস এম মুরাদ আলির সভাপতিত্বে এসময় তিনি অত্র জেলার সকল অফিসার ও ফোর্সের সার্বিক কল্যাণ নিশ্চিতকরণ ও তাদের বিভিন্ন সুবিধা,অসুবিধার কথা শুনেন। ক্লুলেস মামলার রহস্য উদঘাটন , চোরাই মালামাল উদ্ধার, গ্রেফতারী পরোয়ানা তামিল, মাদক দ্রব্য উদ্ধার, জুয়া সহ বিভিন্ন অপরাধ নিবারণে গুরুত্বপূর্ন ভূমিকা পালন করায় পুরষ্কারের অভিন্ন মানদন্ডের আলোকে জেলার মাসিক কল্যাণ সভায় জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত হয়েছেন অজয় চন্দ্র দেব, তার হাতে সম্মাননা স্মারক তুলে দেন পুলিশ সুপার এস এম মুরাদ আলি।
উক্ত মাস্টার প্যারেড, মাসিক কল্যাণ ও অপরাধ সভায় আরো উপস্থিত ছিলেন পলাশ রঞ্জন দে, অতিরিক্ত পুলিশ সুপার (বানিয়াচং সার্কেল), হবিগঞ্জ, মোঃ খলিলুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল), হবিগঞ্জ, আবুল খয়ের, সহকারী পুলিশ সুপার (বাহুবল সার্কেল), হবিগঞ্জ, নির্মলেন্দু চক্রবর্তী, সহকারী পুলিশ সুপার (মাধবপুর সার্কেল), হবিগঞ্জ, ডাঃ প্রসূন কান্তি দেব, মেডিকেল অফিসার, পুলিশ হাসপাতাল, হবিগঞ্জ সহ হবিগঞ্জ জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার অফিসার ও ফোর্সগণ।