বিশেষ প্রতিনিধিঃ প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারের আধুনিক ও যুগোপযোগী শিক্ষা কার্যক্রম মাঠ পর্যায়ে বাস্তবায়ন ও শিক্ষা কার্যক্রম কে এগিয়ে নিতে হবিগঞ্জ জেলা শিক্ষা অফিস নিরলসভাবে কাজ করে যাচ্ছে।১৫ জানুয়ারি বানিয়াচংয়ে শিক্ষকদের প্রশিক্ষণ অনুষ্ঠান মনিটরিং করতে গিয়ে স্থানীয় গণমাধ্যম কর্মীদের সাথে এক সাক্ষাৎকারে হবিগঞ্জ জেলা শিক্ষা অফিসার মোঃ রুহুল্লা উপরোক্ত মন্তব্য করেছেন।এ সময় তিনি তার বক্তব্যে আরও বলেন, হবিগঞ্জ জেলার শিক্ষা অফিস “মিড ডে মিল” শতভাগ বাস্তবায়নে পুরো বাংলাদেশের মধ্যে প্রথম স্থান অর্জন করেছে।করোনাকালীন অনলাইন ক্লাস বাস্তবায়নে বিভিন্ন গণমাধ্যমের সংবাদ অনুযায়ী হবিগঞ্জ জেলা শিক্ষা অফিস সফলতা অর্জন করেছে।বিশ্বের শিক্ষাব্যবস্থা ও আগামীর নতুন নতুন চ্যালেঞ্জিং কারিকুলাম বাস্তবায়নে হবিগঞ্জ জেলা শিক্ষা অফিস সদা প্রস্তুত রয়েছে।বিশ্ব যখন ন্যানো টেকনোলজি,থ্রিডি ও অটোমেশন প্রযুক্তির দ্বারপ্রান্তে তখন আমাদের কে বসে থাকলে চলবেনা।আমাদের পরবর্তী প্রজন্ম ও শিক্ষার্থীদেরকে বিশ্বের সামনে উপযুক্ত করে গড়ে তুলতে হবে।এরজন্য শিক্ষকদের আরও বেশি দায়িত্ব সচেতন হতে হবে।আমাদের হবিগঞ্জ জেলা শিক্ষা অফিস সহ প্রত্যেক উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসে লোকবল সংকট থাকার বিষয়টি উর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করেছি।লোকবল সংকট থাকা স্বত্ত্বেও আমরা বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবিলায় কাজ করে যাচ্ছি।আমি হবিগঞ্জ জেলার শিক্ষা অফিসের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে বলতে চাই,আমরা হবিগঞ্জ জেলা শিক্ষা অফিস সফল। আগামীতে আরও সফলতার লক্ষ্যে কাজ করে যেতে চাই।