বানিয়াচং, প্রতিনিধিঃ বানিয়াচংয়ে কেন্দ্রীয় আওয়ামী লীগের নির্দেশে ইউনিয়নে ইউনিয়নে শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।শনিবার বিকাল ৩ টায় একযুগে বানিয়াচং উপজেলার ১৫ টি ইউনিয়নে শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়। বিভিন্ন শান্তি সমাবেশে উপস্থিত ছিলেন হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক এডঃ লুতফুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আমীর হোসেন মাষ্টার, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আংগুর মিয়া, বানিয়াচং উপজেলা পরিষদ চেয়ারম্যান আবুল কাসেম চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি আহমদ লস্কর, বিপুল ভূষণ রায়, কবির হোসেন মাষ্টার, আলহাজ্ব হারুন মিয়া, সাংগঠনিক সম্পাদক আহাদ মিয়া,শাহজাহান মিয়া,উপজেলা আওয়ামী লীগ নেতা ও বড়বাজার ব্যাবসায়ী কল্যাণ সমিতির সভাপতি আলহাজ্ব জয়নাল আবেদীন, শেখ শাহনেওয়াজ ফুল, সাহেদ আলী,উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক শেখ আলমগীর হোসেন, সহসভাপতি মাসুদ খান, সাংগঠনিক সম্পাদক শাহিবুর রহমান, ইউপি আওয়ামী লীগ নেতা কৃষ্ণ দেব, নূরুল হক, সাংগঠনিক সম্পাদক জাহিদ হাসান জাহের, নারায়ণ দত্ত, শ্রমিকলীগ নেতা মিঠুন মিয়া, সৌমিক, ছাত্রলীগ নেতা সুমন মিয়া প্রমুখ।

১ নম্বর উত্তর পূর্ব ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ইমান উদ্দিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোশাহেদ মিয়ার সঞ্চালনায় শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়।৩ নম্ব দক্ষিণ পূর্ব ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আমীর হোসেন নিয়াশার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ইউপি চেয়ারম্যান আরফান উদ্দিনের সঞ্চালনায় শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়।৪ নম্বর দক্ষিণ পশ্চিম ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল কাদিরের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ইকবাল হোসেন ইনুর সঞ্চালনায় শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়।শেষ খবর পাওয়া পর্যন্ত বানিয়াচং উপজেলার ১৫ টি ইউনিয়নের সবকটি ইউপি আওয়ামী লীগের উদ্যোগে শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এছাড়া বিএনপি ও দলটির কেন্দ্রীয় দিক নির্দেশনা অনুযায়ী তাদের দলীয় কর্মসূচি শান্তিপূর্ণভাবে পালন করেছে বলে খবর পাওয়া গেছে।