শাহ সুমন ঃ-হবিগঞ্জ থেকে প্রকাশিত দৈনিক বিজয়ের প্রতিধ্বনি পত্রিকার সম্পাদক ও প্রকাশক আনিসুজ্জামান চৌধুরী রতনের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে বানিয়াচং প্রেসক্লাব নিন্দা জানিয়ে বিবৃত প্রকাশ করেছে।গত শুক্রবার (১০ফেব্রুয়ারি)বিকাল সাড়ে ৩.টায় নবীগঞ্জ উপজেলার ইমাম বাড়ি বাজারে একটি সন্ত্রাসী চক্র সম্পাদক রতনের উপর এ হামলা চালায়।এলাকাবাসী সূত্রে জানা যায়,সংবাদ প্রকাশের ঘটনায় ওই এলাকার একটি সন্ত্রাসী চক্র সম্পাদক রতনের উপর ক্ষুব্ধ ছিল।একারনেই এ হামলা হয়েছে বলে প্রত্যক্ষদর্শীরা জানান।সম্পাদকআনিসুজ্জামান চৌধুরী রতনের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে বানিয়াচং প্রেসক্লাব সোমবার(১৩ ফেব্রুয়ারি বিকালে) জরুরি সভা ডেকে সন্ত্রাসী হামলার নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন,এবং প্রকৃত দোষীদের দ্রুত গ্রেফতার করে আইনের হাতে সোপর্দ করার জন্য আহবান জানিয়েছেন।বিবৃতিতে স্বাক্ষর এবং সংহতি জানিয়েছেন বানিয়াচং প্রেসক্লাবের উপদেষ্টা যোদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা শেখ নমীর আলী,সাংবাদিক মোতাব্বির হোসেন,আক্কাস আলী খান, মোশাররফ হোসেন, আঙ্গুর মিয়া,প্রেসক্লাব সভাপতি মোশাহেদ মিয়া,সহসভাপতি আব্দুল হক মামুন,সাধারণ সম্পাদক খলিলুর রহমান, সাহিদুর রহমান,ফরহাদ হোসেন সুমন,দেওয়ান সাইফুর রাজা সুমন,আশিকুল ইসলাম, আতাউর রহমান মিলন,আকিকুর রহমান রুমন, আনোয়ার হোসেন,শেখ নুরুল ইসলাম,আজমল হোসেন খান,জুয়েল রহমান,কাওসার হোসেন,আল আমিন খান,তাপস হোম,আক্তার হোসেন আলহাদী,জহুর হোসেন ফাহাদী, এনায়েত হোসেন,আলমগীর রেজা,শাহ সুমন,মাসুদ মিয়া মিঠুন,বদরুল লস্কর,সাব্বির চৌধুরী সোহাগ, কাওসার আহমেদ সিহাব,সুজন মিয়া,দেলোয়ার হোসেন,এসকে রাজ,হৃদয় খান প্রমূখ।