হবিগঞ্জের জনপদ ডেক্স ঃ বানিয়াচংয়ে অসচ্ছল শিক্ষার্থীদের স্কুল ড্রেস উপহার প্রদান করা হয়েছে।বানিয়াচংয়ের ৯৬ সালের এসএসসি পরীক্ষার্থীদের ব্যাচ- ৯৬’র বন্ধুদের উদ্যোগে ড্রেস উপহার প্রদান করা হয়।সোমবার (২৭ ফেব্রুয়ারী) সকাল ১১টায় বানিয়াচং ১ নম্বর উত্তর-পূর্ব ইউনিয়ন পরিষদ মিলনায়তনে স্কুল ড্রেস উপহার প্রদান অনুষ্ঠিত হয়েছে।৯৬ ব্যাচের সমন্বয়ক লুতফুর রহমান ছোটনের সভাপতিত্বে ও ফার্মাসিস্ট মনিরুল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন আদর্শ উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক বিপুল ভূষণ রায়।বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বানিয়াচং ১ নম্বর উত্তর পূর্ব ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও শিক্ষানুরাগী মিজানুর রহমান খান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন শিক্ষানুরাগী ও উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক আসাদুর রহমান খান, মেধাবিকাশ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ভানু চন্দ চন্দ, বানিয়াচং প্রেসক্লাবের সভাপতি মোশাহেদ মিয়া, সোনালী ব্যাংক কর্মকর্তা তপন ভট্টাচার্য, মোয়াজ্জেম হোসেন সোহেল, শিক্ষক বশির আহমেদ প্রমুখ।অনুষ্ঠানে বক্তারা শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, আমরা আজকে তোমাদের উপহার দিচ্ছি। তোমরা পড়ালেখা করে যোগ্য মানুষ হয়ে আবার অন্যদেরকে এভাবে উপহার দিবে।মানুষকে সহযোগিতা করবে, মানুষের পাশে দাঁড়াবে। তাহলে এদেশ একদিন সত্যিকারের সোনার বাংলায় পরিনত হবে।বক্তব্যে ৯৬ ব্যাচের বন্ধুরা প্রত্যয় ব্যক্ত করে বলেন, আমাদের এই ধরনের সহযোগিতা স্বল্প পরিসরে হলেও অব্যাহত থাকবে। অনুষ্ঠানে বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থী ও অভিভাবকগণ উপস্থিত ছিলেন।