বানিয়াচং, প্রতিনিধিঃ যাবজ্জীবন কারাদন্ডে দন্ডিত ১ আসামি কে গ্রেফতার করেছে বানিয়াচং থানা পুলিশ।নারী ও শিশু নির্যাতন মামলায় যাবজ্জীবন কারাদন্ডে দন্ডিত আসামির নাম সুজন মিয়া(৫৫)।মঙ্গলবার(২৮ ফেব্রুয়ারী )ঢাকার বংশাল নগরী থেকে আসামি কে গ্রেফতার করা হয়।বানিয়াচং থানার অফিসার ইনচার্জ অজয় চন্দ্র দেবের নির্দেশে বানিয়াচং থানার এস আই অমিতাভ তালুকদার সঙীয় ফোর্স কে নিয়ে র্যাব-৩ এর সহযোগিতায় আসামি কে গ্রেফতার করেছেন।থানা পুলিশ সূত্রে জানা যায়, আসামি সুজন মিয়া বানিয়াচং উপজেলার ইকরাম গ্রামের জবর আলীর পুত্র। জি আর-১৪২৩/৯৬ ও নারী শিশু – ৩৩৯/০২ মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী দীর্ঘদিন পালিয়ে বেড়াচ্ছিলেন।আসামি কে ১ লা মার্চ বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়েছে।