বানিয়াচং, প্রতিনিধিঃ “ভোটার হব নিয়ম মেনে, ভোট দিব যোগ্যজনে” এই প্রতিপাদ্যকে সামনে রেখে ৫ম জাতীয় ভোটার দিবস উদযাপন করা হয়েছে।দিবসটি উদযাপন উপলক্ষে র্যালী ও আলোচনা সভার আয়োজন করা হয়।
বৃহস্পতিবার (২ মার্চ)জাতীয় ভোটার দিবস উদযাপন উপলক্ষে র্যালী শেষে আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার পদ্মাসন সিংহ।বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাজমুল হাসান, পজীপ কর্মকর্তা মুহাম্মদ মুহাসিন মাঝি, সমবায় কর্মকর্তা ইকবাল হোসেন, বানিয়াচং প্রেসক্লাব সভাপতি মোশাহেদ মিয়া, এডঃ আসাদুজ্জামান খান তুহিন, পল্লী সঞ্চয় ব্যাংক কর্মকর্তা সুদীপ কুমার দেব, প্রধান শিক্ষক জাকির হোসেন।এ সময় উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আহমদ উল্লা,সাংবাদিক নূরুল ইসলাম প্রমুখ।ভোটার দিবস উপলক্ষে আয়োজিত সভায় বক্তারা বলেন, ভোট আমাদের সাংবিধানিক অধিকার।ভোটের অধিকার সমুন্নত রাখার জন্য নাগরিকদের সচেতন থাকার জন্য আহবান জানানো হয়।

Exif_JPEG_420
এছাড়া যোগ্য লোককে ভোট দিয়ে নির্বাচিত করার জন্য ও আহবান জানিয়েছেন বক্তারা। শুদ্ধাচারের ভিত্তিতে বিবেক জাগ্রত করে সুনাগরিক হওয়ার জন্য ও আহবান জানিয়েছেন বক্তারা। আলোচনা সভায় সুধী সমাজ ও বিদ্যালয়ের শিক্ষক এবং শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।