বানিয়াচং প্রতিনিধিঃ বানিয়াচং আদর্শ বাজার পোষ্ট অফিসের সামনে একটি ব্যাটারীবিহীন ইজিবাইক (টমটম) পরিত্যাক্ত অবস্থায় পাওয়া গেছে।শুক্রবার ৩ মার্চ স্থানীয় লোকজনের ভাষ্যমতে এই টমটমটি গত বৃহস্পতিবার সকাল থেকে পোষ্ট অফিসের সামনে পড়ে রয়েছে।
স্থানীয় ব্যবসায়ী ক্বারী মোঃ ছাইদুর রহমান (বাচ্চু) মিয়া জানান গত বৃহস্পতিবার সকাল থেকে মালিক বিহীন এই টমটম গাড়িটি পড়ে রয়েছে। সরজমিনে কাছে গিয়ে দেখায় যায় ব্যাটারী নেই, ব্যাটারী ছাড়া পরিত্যাক্ত অবস্থায় পড়ে রয়েছে। ব্যাটারী চালিত গাড়িটি বানিয়াচং উপজেলার ৫নম্বর দৌলত পুর ইউনিয়নের রেজিস্টেশনকৃত (রেজিঃ নং ৩২৩)।
বানিয়াচং থানা অফিসার ইনচার্জ অজয় চন্দ্র দেব এর নির্দেশে এস আই জাকির হোসেনের নেতৃত্বে বিকাল ৪টায় টমটমটি উদ্ধার করে থানা হেফাজতে নেওয়া হয়েছে।
থানা অফিসার ইনচার্জ অজয় চন্দ্র দেব জানান, উদ্ধারকৃত টমটমের ব্যাটারী উদ্ধারের জন্য অভিযান চলছে।