শাহ সুমন ঃ বানিয়াচংয়ে ঐতিহাসিক ৭ই মার্চ যথাযোগ্য মর্যাদায় উদযাপন করা হয়েছে।আলোচনা সভার প্রধান অতিথি স্থানীয় সংসদ সদস্য এডঃ আব্দুল মজিদ খান বক্তব্যে বলেন, ১৯৭১ সালের ৭ ই মার্চ ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীনতা যুদ্ধের ডাক দিয়েছিলেন।এটাই আসল সত্য ইতিহাস। এর বাইরে কথা বলে বিভ্রান্তি না ছড়ানোর জন্য তিনি বিরোধী রাজনৈতিক দলের নেতাকর্মীদের প্রতি আহবান জানিয়েছেন।মঙ্গলবার ৭ মার্চ সকাল ১১ টায় বানিয়াচং উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভার আয়োজন করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার পদ্মাসন সিংহ’র সভাপতিত্বে ও উপজেলা পল্লী সঞ্চয় ব্যাংক কর্মকর্তা সুদীপ কুমার দেব’র সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আবুল কাসেম চৌধুরী, সহকারী কমিশনার( ভূমি) নাজমুল হাসান, ভাইস চেয়ারম্যান হাসিনা আক্তার, অফিসার ইনচার্জ অজয় চন্দ্র দেব, উপজেলা আওয়ামীলীগের সহসভাপতি বিপুল ভূষণ রায়, সাংগঠনিক সম্পাদক শাহজাহান মিয়া, নজরুল ইসলাম, বানিয়াচং প্রেসক্লাব সভাপতি মোশাহেদ মিয়া, শ্রমিক লীগের সাধারণ সম্পাদক রুবেল মিয়া, ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক এ জেড এম উজ্জ্বল, ছাত্রলীগ নেতা সুমন মিয়া প্রমুখ।